বেড়া (পাবনা) প্রতিনিধি
এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।
এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে