Ajker Patrika

অত্যাচার করে শেখ হাসিনা দেশে থাকতে পারেনি: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘অত্যাচার করে হাসিনা দেশে থাকতে পারেনি। জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছেন। আল্লাহ নির্যাতনকারীকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। তার প্রমাণ শেখ হাসিনা।’

আজ শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ননী গোপাল সাহা পাইকপাড়া মডেল হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, ‘হাসিনার আদালত আমাকে ৯ বছর জেল দিয়েছিল। আমি ঘোষণা দিয়েছিলাম, আমি তার জেলে যাব না। জনগণের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আমি আপনাদের আমৃত্যু গোলাম। অহংকার দেখাবেন না, অহংকার দেখালে হাসিনার মতো পরিণতি হবে।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের দুই পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত