Ajker Patrika

সীমান্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ভটভটি, আড়াই ঘণ্টা চলাচল বন্ধ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১৫: ২৭
সীমান্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ভটভটি, আড়াই ঘণ্টা চলাচল বন্ধ

নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত ট্রেনের ধাক্কায় একটি ভটভটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা এই রুটে চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার রিক্তা রায় আজকের পত্রিকাকে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন রেলগেট দিয়ে একটি ভটভটি (শ্যালো গাড়ি) পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দেয়। এতে চালক প্রাণে রক্ষা পেলেও ট্রেনটি ভটভটিকে ৫০ গজ দূরে ঠেলে নিয়ে যায়। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে যায়। কিছু দুর গিয়ে ট্রেন বিকল হয়ে পড়ে। 

স্টেশনমাস্টার বলেন, এতে আড়াই ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী হতে আরেকটি ইঞ্জিন এসে সীমান্ত ট্রেনকে মাধনগর রেলস্টেশনে নিয়ে যায়। সেখান থেকে সীমান্ত ট্রেনের বিকল ইঞ্জিন বদলিয়ে মাধনগর থেকে ভোরে ট্রেন ছেড়ে যায়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত