বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা অলিভ মন্ডল ও রুবেল তালুকদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল আসার পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এরপর দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার আগেই দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে সংসদ সদস্যের নাম না থাকাকে কেন্দ্র করে এমপির লোকজন আমার ওপর চড়াও হন। আমি বলি এটা দলের ব্যানার; এখানে শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আর নাম থাকবে। নিচে আয়োজনে উপজেলা আওয়ামী লীগ লেখা রয়েছে। কিন্তু তখন তাঁরা উত্তেজিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আমার সমর্থকদের ওপর হামলা করেন।’
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার বলেন, আব্দুল মমিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের ব্যানারে নাম না থাকার বিষয়ে দলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে আশানুর বিশ্বাসের কিছু লোকজন কথাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। এতে উভয়ের সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান বলেন, আজকের এই দিনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা অলিভ মন্ডল ও রুবেল তালুকদারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল আসার পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এরপর দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার আগেই দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে সংসদ সদস্যের নাম না থাকাকে কেন্দ্র করে এমপির লোকজন আমার ওপর চড়াও হন। আমি বলি এটা দলের ব্যানার; এখানে শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আর নাম থাকবে। নিচে আয়োজনে উপজেলা আওয়ামী লীগ লেখা রয়েছে। কিন্তু তখন তাঁরা উত্তেজিত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আমার সমর্থকদের ওপর হামলা করেন।’
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার বলেন, আব্দুল মমিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের ব্যানারে নাম না থাকার বিষয়ে দলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে আশানুর বিশ্বাসের কিছু লোকজন কথাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। এতে উভয়ের সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান বলেন, আজকের এই দিনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
২ ঘণ্টা আগে