রাজশাহী প্রতিনিধি
এশিয়ান গেমস বক্সিংয়ে ৮১ কেজি হেভিওয়েটে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র ব্রোঞ্জ পদক জেতেন মোশাররফ হোসেন। এ অর্জন ১৯৮১ সালের। তারপর টানা ১০ বছর ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। দেশের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ পক্ষাঘাতগ্রস্ত হয়ে এখন রাজশাহী নগরীর তালাইমারিতে নিজ বাড়িতেই চিকিৎসাধীন।
আর্থিক অনটনে সংসার চালানোয় যখন কষ্টকর, তখন তাঁর কাছে চিকিৎসা যেন বিলাসিতা। অসহায় অবস্থায় বাড়িতেই পড়ে ছিলেন। তাঁর চিকিৎসার দাবিতে আজ রোববার সকালে নগরীতে মানববন্ধন করে একটি সংগঠন। বিষয়টি জানতে পেরেই তাঁর বাড়িতে ছুটে যান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় মেয়রকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মোশাররফ হোসেন। বললেন, ‘মেয়র খায়রুজ্জামান লিটন ভাই ছাড়া আমার খোঁজখবর কেউ নেয়নি। তিনি খোঁজ নিতে আমার বাড়িতে এসেছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। এর আগেও তিনি শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে দুইবার সহযোগিতা দিয়েছেন। মেয়র আমার পাশে আছেন, এতেই আমি অনেক আনন্দিত।’
মেয়র বক্সার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁকে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা করেন। এ ছাড়া মোশাররফ হোসেনের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে তাঁকে ভাতা প্রদানের আশ্বাস দেন মেয়র। তিনি বলেন, ‘কিংবদন্তি বক্সার মোশাররফ হোসেন শুধু রাজশাহী নয়, পুরো বাংলাদেশের গর্ব। তিনি এশিয়ান গেমস পদক জিতেছেন, ১০ বার জাতীয় পর্যায়ে চাম্পিয়ন হয়েছেন। তিনি তাঁর ক্রীড়া নৈপুণ্য বাংলাদেশের জন্য কাজে লাগিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এখন শারীরিকভাবে অসুস্থ। এখন তাঁর পাশে থাকা আমার দায়িত্ব।’
মেয়র আরও বলেন, ‘মোশাররফ হোসেনের বাড়ির হোল্ডিং ট্যাক্স বিধি অনুযায়ী মওকুফ করা হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাসিক ভাতার ব্যবস্থা করার চেষ্টা করব। এ ছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে ভাতা প্রদান করা হবে। সব সময় তাঁর পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’
এ সময় রাসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এশিয়ান গেমস বক্সিংয়ে ৮১ কেজি হেভিওয়েটে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র ব্রোঞ্জ পদক জেতেন মোশাররফ হোসেন। এ অর্জন ১৯৮১ সালের। তারপর টানা ১০ বছর ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। দেশের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ পক্ষাঘাতগ্রস্ত হয়ে এখন রাজশাহী নগরীর তালাইমারিতে নিজ বাড়িতেই চিকিৎসাধীন।
আর্থিক অনটনে সংসার চালানোয় যখন কষ্টকর, তখন তাঁর কাছে চিকিৎসা যেন বিলাসিতা। অসহায় অবস্থায় বাড়িতেই পড়ে ছিলেন। তাঁর চিকিৎসার দাবিতে আজ রোববার সকালে নগরীতে মানববন্ধন করে একটি সংগঠন। বিষয়টি জানতে পেরেই তাঁর বাড়িতে ছুটে যান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় মেয়রকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মোশাররফ হোসেন। বললেন, ‘মেয়র খায়রুজ্জামান লিটন ভাই ছাড়া আমার খোঁজখবর কেউ নেয়নি। তিনি খোঁজ নিতে আমার বাড়িতে এসেছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। এর আগেও তিনি শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে দুইবার সহযোগিতা দিয়েছেন। মেয়র আমার পাশে আছেন, এতেই আমি অনেক আনন্দিত।’
মেয়র বক্সার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁকে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা করেন। এ ছাড়া মোশাররফ হোসেনের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে তাঁকে ভাতা প্রদানের আশ্বাস দেন মেয়র। তিনি বলেন, ‘কিংবদন্তি বক্সার মোশাররফ হোসেন শুধু রাজশাহী নয়, পুরো বাংলাদেশের গর্ব। তিনি এশিয়ান গেমস পদক জিতেছেন, ১০ বার জাতীয় পর্যায়ে চাম্পিয়ন হয়েছেন। তিনি তাঁর ক্রীড়া নৈপুণ্য বাংলাদেশের জন্য কাজে লাগিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এখন শারীরিকভাবে অসুস্থ। এখন তাঁর পাশে থাকা আমার দায়িত্ব।’
মেয়র আরও বলেন, ‘মোশাররফ হোসেনের বাড়ির হোল্ডিং ট্যাক্স বিধি অনুযায়ী মওকুফ করা হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাসিক ভাতার ব্যবস্থা করার চেষ্টা করব। এ ছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে ভাতা প্রদান করা হবে। সব সময় তাঁর পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’
এ সময় রাসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে