নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও রাজধানীর পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় রাজশাহীতে সংহতি সমাবেশ হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষ ও পুকুর হত্যার পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। প্রতিনিয়ত পরিবেশ হত্যার মহোৎসব চললেও পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না। তাদের কাছে পুকুর ভরাট বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ নিয়ে গেলে আশ্বাস দেন ঠিকই, কিন্তু পরে আর পদক্ষেপ দেখা যায় না।
তাঁরা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যা পরিবেশগত সংকট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান পরিবেশ, জলাধার কিংবা প্রাণবৈচিত্র্য সুরক্ষা নীতি ও আইন লঙ্ঘন করে এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিলের জলাধার ভরাট করে এর শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং পান্থকুঞ্জের প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত নথি অনুযায়ী হাতিরঝিল ও পান্থকুঞ্জে নির্মাণকাজ পরিচালনা করার জন্য কোনো পরিবেশ ছাড়পত্র নেই। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছেন বহু মানুষ ও সংগঠন। কিন্তু অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা আলোচনার প্রতিশ্রুতি দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও হয়নি কোনো আলোচনা বা সমাধান।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের জেলার সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক নাদিম সিনা প্রমুখ। সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও রাজধানীর পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় রাজশাহীতে সংহতি সমাবেশ হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষ ও পুকুর হত্যার পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। প্রতিনিয়ত পরিবেশ হত্যার মহোৎসব চললেও পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না। তাদের কাছে পুকুর ভরাট বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ নিয়ে গেলে আশ্বাস দেন ঠিকই, কিন্তু পরে আর পদক্ষেপ দেখা যায় না।
তাঁরা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যা পরিবেশগত সংকট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান পরিবেশ, জলাধার কিংবা প্রাণবৈচিত্র্য সুরক্ষা নীতি ও আইন লঙ্ঘন করে এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিলের জলাধার ভরাট করে এর শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং পান্থকুঞ্জের প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত নথি অনুযায়ী হাতিরঝিল ও পান্থকুঞ্জে নির্মাণকাজ পরিচালনা করার জন্য কোনো পরিবেশ ছাড়পত্র নেই। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছেন বহু মানুষ ও সংগঠন। কিন্তু অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা আলোচনার প্রতিশ্রুতি দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও হয়নি কোনো আলোচনা বা সমাধান।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের জেলার সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক নাদিম সিনা প্রমুখ। সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে