পাবনা প্রতিনিধি
রাজশাহীতে সমাবেশ ঘিরে পাবনায় বিএনপির লোকজন প্রচারপত্র বিলি করতে গিয়ে যুবলীগের বাধার মুখে পড়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর পাবনা সদরের হাজীরহাট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, ‘আমাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র দেওয়ার চেষ্টার করলে আমরা বাধা দিয়েছি। এ সময় সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে।’
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আগামী ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজীরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলি করার সময় যুবলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।’ তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়েছে। দ্বিতীয় দফায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় বলে শুনেছি। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়।’
মাসুদ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজশাহীতে সমাবেশ ঘিরে পাবনায় বিএনপির লোকজন প্রচারপত্র বিলি করতে গিয়ে যুবলীগের বাধার মুখে পড়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর পাবনা সদরের হাজীরহাট এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, ‘আমাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র দেওয়ার চেষ্টার করলে আমরা বাধা দিয়েছি। এ সময় সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে।’
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘আগামী ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচারপত্র বিলি করতে শহরের আরিফপুর হাজীরহাট এলাকায় যায়। সেখানে প্রচারপত্র বিলি করার সময় যুবলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।’ তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়েছে। দ্বিতীয় দফায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় বলে শুনেছি। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়।’
মাসুদ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৬ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
৭ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
৭ ঘণ্টা আগে