Ajker Patrika

কোল্ড স্টোরেজের সিন্দুক ভেঙে ৩০ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কোল্ড স্টোরেজের সিন্দুক ভেঙে ৩০ লাখ টাকা চুরি

রাজশাহীতে একটি কোল্ড স্টোরেজে রাতের আঁধারে সিন্দুক ভেঙে ৩০ লাখ টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ রোববার ওই কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আলী সরকার থানায় অভিযোগ করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাতে মুখে গামছা পরে এক দল দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। এই কোল্ড স্টোরেজটির নাম ‘রাজ কোল্ড স্টোরেজ’। এটি রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় অবস্থিত। 

এদিকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহিদ হাসান, আলী হায়দার হৃদয় এবং হামিম নামের তিনজন নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। এই তিন নিরাপত্তাকর্মীর বাড়ি কোল্ড স্টোরেজ সংলগ্ন বড়গাছি গ্রামে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ। 

কোল্ড স্টোরেজের মালিক মোহাম্মদ আলী সরকার জানান, ব্যাংক বন্ধ থাকায় কালেকশনের ৩০ লাখ টাকা জমা ছিল কোল্ড স্টোরেজের সিন্দুকে। রাতে কোল্ড স্টোরেজের দায়িত্বে ছিলেন তিনজন নৈশ প্রহরী। এইড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড আমাদের সিকিইরিটি গার্ডের সার্ভিস দিয়ে থাকে। এই ঘটনায় পবা থানায় অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন গার্ডসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করছে। 

এইড সিকিউরিটিজ সার্ভিসেসের লিমিটেডের সুপারভাইজার মো. শিমুল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। তা ছাড়া পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’ 

ওসি মোবারক পারভেজ বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে মনে হচ্ছে চুরির সঙ্গে তিনজন সম্পৃক্ত। তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নৈশপ্রহরীসহ সংশ্লিষ্ট অন্যদের। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত