বগুড়া প্রতিনিধি
তুচ্ছ ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে ৪৫ মিনিটের কর্মবিরতি পালন করেছেন নার্সেরা। পরে হাসপাতালের পরিচালক ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদ শিশু বিভাগে রাতের দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি ফেরার সময় হাসপাতালের করিডর পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় তানজিলা নামে এক নার্স করিডর দিয়ে যাচ্ছিলেন। ইন্টার্ন চিকিৎসক নার্সকে ওই পথে যেতে নিষেধ করায় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি ওই নার্স তাৎক্ষণিক অন্য সহকর্মীদের জানান।
এতে নার্সরা উত্তেজিত হয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থায় নেন। এক পর্যায় সকাল পৌনে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলী তাঁর কক্ষে উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সকাল পৌনে ১০টায় নার্সেরা কাজে যোগ দেন।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শজিমেক হাসপাতাল শাখার সভাপতি আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে ক্লিনার করিডর পরিষ্কার করছিলেন। একজন ইন্টার্ন চিকিৎসক সেখান দিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।’
শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক তাসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে একজন নার্স ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে কোন কর্মবিরতি পালন করা হয়নি।’
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সহকারী পরিচালক যাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। নার্সরা একযোগে প্রশাসনিক ভবনে আসলে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়। এ ঘটনায় চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।’
তুচ্ছ ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে ৪৫ মিনিটের কর্মবিরতি পালন করেছেন নার্সেরা। পরে হাসপাতালের পরিচালক ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদ শিশু বিভাগে রাতের দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি ফেরার সময় হাসপাতালের করিডর পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় তানজিলা নামে এক নার্স করিডর দিয়ে যাচ্ছিলেন। ইন্টার্ন চিকিৎসক নার্সকে ওই পথে যেতে নিষেধ করায় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি ওই নার্স তাৎক্ষণিক অন্য সহকর্মীদের জানান।
এতে নার্সরা উত্তেজিত হয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থায় নেন। এক পর্যায় সকাল পৌনে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলী তাঁর কক্ষে উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সকাল পৌনে ১০টায় নার্সেরা কাজে যোগ দেন।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শজিমেক হাসপাতাল শাখার সভাপতি আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে ক্লিনার করিডর পরিষ্কার করছিলেন। একজন ইন্টার্ন চিকিৎসক সেখান দিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।’
শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক তাসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে একজন নার্স ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে কোন কর্মবিরতি পালন করা হয়নি।’
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সহকারী পরিচালক যাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। নার্সরা একযোগে প্রশাসনিক ভবনে আসলে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়। এ ঘটনায় চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে