Ajker Patrika

তৃতীয় লিঙ্গের ভাতার টাকা তুলে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৭
তৃতীয় লিঙ্গের ভাতার টাকা তুলে নিল প্রতারক চক্র

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের ১৩ জনের সমাজসেবা কার্যালয়ের ভাতার টাকা তুলে নিয়েছে এক প্রতারক চক্র। মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলে নেয় ওই চক্র। এ বিষয়ে গত রোববার নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় লিঙ্গের সদস্যদের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে সরকারি ভাতা দেওয়া হয়। তিন মাস পরপর ১ হাজার ৮০০ করে এই ভাতার টাকা আসে। গত শনিবার প্রতারক চক্রের এক সদস্য ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কল দেয়। বিভিন্ন সময়ে ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫ ও ০১৮১৫৪০৫৫৫৬ নম্বর থেকে ফোন করা হয়। 
 
তৃতীয় লিঙ্গের সদস্যদের ওই প্রতারক ফোন করে নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়ার কথা বলেন। এমনকি মোবাইল ফোনে একটি ওটিপি নম্বর পাঠান। এরপর তাঁদের নগদ অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। 

রাজশাহীর আত্মোন্নয়নমূলক সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহনা মঈন বলেন, ‘আমাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি।’ 

তিনি আরও বলেন, ‘প্রতারকচক্র ফোন করে নগদে ভাতা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছেন। ওটিপি বলার পর অ্যাকাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে।’ 

মোহনা মঈন জানান, এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তাঁরা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত