Ajker Patrika

বিএনপির ওপর হামলায় আ.লীগের ২৪০ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
বিএনপির ওপর হামলায় আ.লীগের ২৪০ নেতা-কর্মীর নামে মামলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। 

আজ সোমবার বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। 

মামলাটি আদেশের জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান। 

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু। 

মামলায় উল্লেখ করা হয়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর কামারখন্দে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, ছুরি, হকিস্টিক, ইট, পাথরসহ লাঠি-সোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। 

হামলার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও পাপিয়াকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়। পরে আসামিদের এলোপাতাড়ি হামলা রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। 

হামলায় পাঁচটি মোটরসাইকেল, একটি প্রাডো গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এদিকে একই ঘটনায় বিএনপির ২৬ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছেন কামারখন্দ আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত