Ajker Patrika

‘শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬: ৪৭
‘শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়’

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। কেউ যেন আইনের আশ্রয় নিতে বৈষম্যের শিকার না হন। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগও হবে না।’

গতকাল রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে। সে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ড. হুমায়ূন কবীর বলেন, ‘প্রকল্পের নকশা তৈরির সময় সচেতন থাকতে হবে। নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে, পণ্যের গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ প্রক্রিয়ায় করতে হবে।’ তিনি স্থানীয়দের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে। এটা আরও দুই মাস থাকতে পারে। চলতি বছর যারা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা মিস করবে, তারা আর এটা নিতে পারবে না। কারণ, পরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা অংশ নেন। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত