নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
দেশের ক্রান্তিলগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেমন বুক চিতিয়ে লড়াই করছেন, তেমনি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে অপতৎপরতা চালাচ্ছে কিছু গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও মাঠে নামতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার নতুন হলরুমে অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দেশকে যখন সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে, তখন বিএনপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছে ১০ ডিসেম্বরের পর দেশ নাকি খালেদা জিয়ার আদেশে চলবে। তাদের এ সমস্ত কথাই বিভ্রান্ত না হয়ে, এ সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হোন। দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। যারা জনগণের পাশে থাকে না, জনগণ থেকে বিচ্ছিন্ন তারা আবার হুংকার দিচ্ছে রাজপথ দখলের।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারই মুক্তিযোদ্ধাদের নিয়ে সব সময় ভাবে বলেই আজ মুক্তিযোদ্ধারা সম্মানের সঙ্গে বসবাস করছে।’ সকল ষড়যন্ত্র থেকে বীর মুক্তিযোদ্ধাদের দূরে রাখার আহ্বান জানিয়ে দেশের প্রয়োজনে আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়।
দেশের ক্রান্তিলগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেমন বুক চিতিয়ে লড়াই করছেন, তেমনি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে অপতৎপরতা চালাচ্ছে কিছু গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও মাঠে নামতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার নতুন হলরুমে অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দেশকে যখন সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে, তখন বিএনপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছে ১০ ডিসেম্বরের পর দেশ নাকি খালেদা জিয়ার আদেশে চলবে। তাদের এ সমস্ত কথাই বিভ্রান্ত না হয়ে, এ সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হোন। দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। যারা জনগণের পাশে থাকে না, জনগণ থেকে বিচ্ছিন্ন তারা আবার হুংকার দিচ্ছে রাজপথ দখলের।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারই মুক্তিযোদ্ধাদের নিয়ে সব সময় ভাবে বলেই আজ মুক্তিযোদ্ধারা সম্মানের সঙ্গে বসবাস করছে।’ সকল ষড়যন্ত্র থেকে বীর মুক্তিযোদ্ধাদের দূরে রাখার আহ্বান জানিয়ে দেশের প্রয়োজনে আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে