Ajker Patrika

স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬: ৩৪
স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে স্কুলছাত্র আরমান শেখকে (১০) অপহরণ ও হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ মো. নাসিরুল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আলী আকবরে স্ত্রী রাশিদা খাতুন ও ফরিদুল ইসলামের ছেলে ওবায়দুল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আনোয়ার পারভেজ লিমন ও এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের মোকাদ্দেস সরকারের ছেলে আরমান শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামে তার মামার বাড়ি থেকে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ২০১২ সালের ৩ অক্টোবর সকালে মামার বাড়ি থেকে স্কুলে যায় আরমান শেখ। কিন্তু স্কুল শেষে সে আর বাড়ি ফিরে আসেনি।

পরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালমাপাড়া মহল্লার রাশিদা খাতুন ও ওবায়দুল স্কুলছাত্রের পরিবারকে জানায় এক লাখ টাকা মুক্তিপণ দিলে তারা আরমানকে বের করে দেবে। প্রথম দফায় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় চার হাজার টাকা নেয় তারা। টাকা নিয়েও স্কুলছাত্র আরমানকে বের না করে ঘোরাতে থাকে।

এ ঘটনায় স্কুলছাত্র আরমানের মা আরজিনা বেগম বাদী হয়ে রাশিদা খাতুন, ওবায়দুল ও বেদেনা খাতুনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ রাশিদা খাতুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাঐতারা গ্রামের মোশারফ হোসেনের বাড়ির সেফটিক ট্যাংকের মধ্য থেকে ২০১২ সালের ১০ অক্টোবর বিকেলে শিশু আরমানের মাথার খুলি, হাত-পায়ের হাড় উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ জানুয়ারি রাশিদা খাতুন ও ওবায়দুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ রাশিদা খাতুন ও ওবায়দুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত