প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)
রেজাউল করিম মান্নানের আড়াই বছরের মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। মেয়ের চিকিৎসার খরচের জন্য নিজের বসত ঘরটিও বিক্রি করে দিয়েছেন তিনি। সহায় সম্বলহীন রেজাউল করিমের ঘরে খাবার নেই। প্রচণ্ড ক্ষুধায় প্রতিবেশীদের কাছে খাবার চাইলেও মেলেনি খাবার।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝঐল ইউনিয়নের চালা গ্রামে।
রেজাউল করিম মান্নান আজকের পত্রিকাকে বলেন, আড়াই বছরের মেয়ে সাইমুন অসুস্থ থাকায় তাকে সিরাজগঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে শিশুটিকে দেখে ডাক্তার ভেন্টিলেটর দিতে বলে কিন্তু সেখানে শিশুদের ভেন্টিলেটর বা আইসিইউ না থাকায় গত শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শিশুটি মারা যায়। পরে ঢাকা থেকে নিজ এলাকায় এনে দাফন করা হয়।
এরপর থেকেই গ্রামের লোকজন আমাদের কাছে থেকে দূরে দূরে থাকে। ঘরে খাবার না থাকায় তাদের কাছে খাবার চাইলেও কেউ খাবার দেয়নি। কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। ৯৯৯ ফোন দিলে তারা কামারখন্দের ইউএনও এবং থানার ডিউটি অফিসারের নম্বর দেন। ইউএনওকে পুরো ঘটনা বলে তাঁর কাছে থেকে খাবার আর নিজের পরিবারের সুচিকিৎসা জন্য তাঁকে অনুরোধ করেছি।
রেজাউল করিম আরও বলেন, রবিবার (২৫ জুলাই) হামিদ ডাক্তারের কাছে পরামর্শ অনুযায়ী কামারখন্দ উপজেলা কমপ্লেক্সে থেকে আমার পরিবারকে করোনা টেস্ট করাতে বলেন। এ জন্য সকাল থেকে একটি পাউরুটি খেয়ে হাসপাতালে বসে আছি।
ঝাঐল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তারা বলেন, শুনেছিলাম মেয়েটি চিকিৎসা অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা গেছে। ঘরে খাবার নেই এ বিষয় আমাকে সে কিছু বলেনি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, আপনার মাধ্যমেই খাবারের বিষয়টি জানলাম। খুব দ্রুত সময়ের ভেতরে তাঁকে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে।
রেজাউল করিম মান্নানের আড়াই বছরের মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। মেয়ের চিকিৎসার খরচের জন্য নিজের বসত ঘরটিও বিক্রি করে দিয়েছেন তিনি। সহায় সম্বলহীন রেজাউল করিমের ঘরে খাবার নেই। প্রচণ্ড ক্ষুধায় প্রতিবেশীদের কাছে খাবার চাইলেও মেলেনি খাবার।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝঐল ইউনিয়নের চালা গ্রামে।
রেজাউল করিম মান্নান আজকের পত্রিকাকে বলেন, আড়াই বছরের মেয়ে সাইমুন অসুস্থ থাকায় তাকে সিরাজগঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে শিশুটিকে দেখে ডাক্তার ভেন্টিলেটর দিতে বলে কিন্তু সেখানে শিশুদের ভেন্টিলেটর বা আইসিইউ না থাকায় গত শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শিশুটি মারা যায়। পরে ঢাকা থেকে নিজ এলাকায় এনে দাফন করা হয়।
এরপর থেকেই গ্রামের লোকজন আমাদের কাছে থেকে দূরে দূরে থাকে। ঘরে খাবার না থাকায় তাদের কাছে খাবার চাইলেও কেউ খাবার দেয়নি। কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। ৯৯৯ ফোন দিলে তারা কামারখন্দের ইউএনও এবং থানার ডিউটি অফিসারের নম্বর দেন। ইউএনওকে পুরো ঘটনা বলে তাঁর কাছে থেকে খাবার আর নিজের পরিবারের সুচিকিৎসা জন্য তাঁকে অনুরোধ করেছি।
রেজাউল করিম আরও বলেন, রবিবার (২৫ জুলাই) হামিদ ডাক্তারের কাছে পরামর্শ অনুযায়ী কামারখন্দ উপজেলা কমপ্লেক্সে থেকে আমার পরিবারকে করোনা টেস্ট করাতে বলেন। এ জন্য সকাল থেকে একটি পাউরুটি খেয়ে হাসপাতালে বসে আছি।
ঝাঐল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তারা বলেন, শুনেছিলাম মেয়েটি চিকিৎসা অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা গেছে। ঘরে খাবার নেই এ বিষয় আমাকে সে কিছু বলেনি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, আপনার মাধ্যমেই খাবারের বিষয়টি জানলাম। খুব দ্রুত সময়ের ভেতরে তাঁকে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে।
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১৭ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
৩৩ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে