শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ওই ওষুধের মূল্য প্রায় ২ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী সেবাপ্রত্যাশীদের ওষুধ না দিয়ে, এসব নষ্ট করেছেন।
গত রোববার উপজেলার পোরজনা ইউনিয়নের পুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
অভিযুক্তরা হলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামিম ও অবসর নেওয়া অফিস সহায়ক মো. ইকতিয়ার রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় কিছু ওষুধ দেখতে পান তাঁরা। কাছে গিয়ে ভালোভাবে দেখে তাঁরা বুঝতে পারেন সেগুলো সরকারি ওষুধ। পরে রাত ১০টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদের সহযোগিতায় ২ বস্তা ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেনের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী রেখা বেগম বলেন, ‘রবিবার দুপুরের দিকে ফার্মাসিস্ট শামীম ও ইকতিয়ার মিলে এই ওষুধগুলো ফেলে দেয়। পরে তারা আমাকে বললে আমি এই নর্দমার ভেতরে ফেলে দেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ইকতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বাস্থ্যকেন্দ্রের পাশের চা স্টলে বসে ছিলাম। আমি কোনো ওষুধ কোথাও ফেলে দেইনি।’
এ বিষয়ে জানতে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামীমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনাটি আমি জেনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ওই ওষুধের মূল্য প্রায় ২ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী সেবাপ্রত্যাশীদের ওষুধ না দিয়ে, এসব নষ্ট করেছেন।
গত রোববার উপজেলার পোরজনা ইউনিয়নের পুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের পাশের নর্দমা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
অভিযুক্তরা হলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামিম ও অবসর নেওয়া অফিস সহায়ক মো. ইকতিয়ার রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় কিছু ওষুধ দেখতে পান তাঁরা। কাছে গিয়ে ভালোভাবে দেখে তাঁরা বুঝতে পারেন সেগুলো সরকারি ওষুধ। পরে রাত ১০টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) এরশাদের সহযোগিতায় ২ বস্তা ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেনের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী রেখা বেগম বলেন, ‘রবিবার দুপুরের দিকে ফার্মাসিস্ট শামীম ও ইকতিয়ার মিলে এই ওষুধগুলো ফেলে দেয়। পরে তারা আমাকে বললে আমি এই নর্দমার ভেতরে ফেলে দেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ইকতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্বাস্থ্যকেন্দ্রের পাশের চা স্টলে বসে ছিলাম। আমি কোনো ওষুধ কোথাও ফেলে দেইনি।’
এ বিষয়ে জানতে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির ফার্মাসিস্ট মো. শামীমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনাটি আমি জেনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে—সে গণতন্ত্র আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে।’
৫ মিনিট আগেগাভির মালিক নার্গিস আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। তাঁর স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সরকার পতনের পর তিনি আত্মগোপনে রয়েছেন।
৭ মিনিট আগেময়লা ফেলে পরিত্যক্ত জায়গা দেখিয়ে পুকুর ভরাট করার অভিযোগে সিলেটে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত সোমবার এই মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। ঘটনাটি ঘটে বিয়ানীবাজার উপজেলার ফতেপুর মৌজার নবাং গ্রামে।
১১ মিনিট আগেভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার চাটমোহরে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগে