Ajker Patrika

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৭: ৩৮
বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ায় জমি নিয়ে বিরোধে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম জীবন নাহার (৩০)। তিনি একই গ্রামের পলাশের স্ত্রী।

নিহতের স্বামী পলাশ আজকের পত্রিকাকে জানান, প্রতিবেশী ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে বাড়ির সামনে ২ শতক জমি নিয়ে মামলা চলছে। আজ জীবন নাহার মাঠে ধান কাটার শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ সদস্য আবেদুরসহ তাঁর দুই ভাই বিপ্লব, জহুরুল ও তাঁর ছেলে কনক পথ রোধ করে জীবন নাহারকে ধরে পাশের আমবাগানে নিয়ে বাঁশ দিয়ে মারধর করেন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশের অভিযোগ, ঢাকায় কর্মরত পুলিশ সদস্য আবেদুর ছুটিতে বাড়িতে এসেছেন। কয়েক দিন আগে থেকেই তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। জমি নিয়ে বিরোধের কারণেই তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন তাঁরা।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধে জীবন নাহার নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবার এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনের নাম বলেছে। তাদের আটকের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত