লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতেরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই নারীসহ ভ্যানযাত্রী সবাই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার দুপুরে লালপুর-বিলমাড়িয়া সড়কের থান্দারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালকের সহকারী দুজন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
নিহতেরা হলেন—মোহরকয়া গ্রামের জলিল খামারির স্ত্রী মোছা. আফিয়া বেগম (৬০) ও মৃত ইনসার আলীর স্ত্রী মোছা. আনজেরা বেগম (৬৫)।
দুর্ঘটনায় আহতেরা হলেন—একই গ্রামের ফুলরুবি বেগম (৪৫), জোসনা বেগম (৪৫), আনোয়ারা বেগম (৭০), চায়না বেগম (৫৫), কালু মণ্ডল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় লালপুর-বিলমাড়িয়া সড়কের মোহরকয়া থান্দারপাড়া নামক স্থানে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। আনজেরা বেগমকে গুরুতর অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বেলা পৌনে ৩টার দিকে পথিমধ্যে বাঘা এলাকায় তাঁর মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোছা. আনজেরা বেগমের মৃত্যু হয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুস্থ পরিবারের দুই নারী সরকারি সাহায্যের চাল নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনের করতে চেয়েছিলেন। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলে রাস্তায় মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।’
এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দরিদ্র দুই নারী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের বরাদ্দ চাল নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের এই মৃত্যু দুঃখজনক।’
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ছাব্বির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আহতদের উদ্ধার করেছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জনতার হাতে আটক দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতেরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই নারীসহ ভ্যানযাত্রী সবাই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার দুপুরে লালপুর-বিলমাড়িয়া সড়কের থান্দারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালকের সহকারী দুজন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
নিহতেরা হলেন—মোহরকয়া গ্রামের জলিল খামারির স্ত্রী মোছা. আফিয়া বেগম (৬০) ও মৃত ইনসার আলীর স্ত্রী মোছা. আনজেরা বেগম (৬৫)।
দুর্ঘটনায় আহতেরা হলেন—একই গ্রামের ফুলরুবি বেগম (৪৫), জোসনা বেগম (৪৫), আনোয়ারা বেগম (৭০), চায়না বেগম (৫৫), কালু মণ্ডল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় লালপুর-বিলমাড়িয়া সড়কের মোহরকয়া থান্দারপাড়া নামক স্থানে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। আনজেরা বেগমকে গুরুতর অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বেলা পৌনে ৩টার দিকে পথিমধ্যে বাঘা এলাকায় তাঁর মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোছা. আনজেরা বেগমের মৃত্যু হয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুস্থ পরিবারের দুই নারী সরকারি সাহায্যের চাল নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনের করতে চেয়েছিলেন। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলে রাস্তায় মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।’
এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দরিদ্র দুই নারী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের বরাদ্দ চাল নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের এই মৃত্যু দুঃখজনক।’
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ছাব্বির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আহতদের উদ্ধার করেছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জনতার হাতে আটক দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
২ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
২৬ মিনিট আগেযশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
৩৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা...
১ ঘণ্টা আগে