Ajker Patrika

পৌর গ্যারেজে লাগা আগুনে পুড়ল অ্যাম্বুলেন্সসহ ১১ গাড়ি 

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩: ৪৭
পৌর গ্যারেজে লাগা আগুনে পুড়ল অ্যাম্বুলেন্সসহ ১১ গাড়ি 

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে দুটি অ্যাম্বুলেন্সসহ ১১টি গাড়ি। এ সময় আহত হয়েছেন ওই গ্যারেজের নৈশপ্রহরী মাহাতাব আলী। 

আজ মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিংড়া ফায়ার স্টেশন। 

সিংড়া ফায়ার স্টেশন ও পৌরসভা সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৪টার দিকে সিংড়া পৌরসভা কার্যালয়সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। এ সময় নৈশ প্রহরী মাহাতাব আলীর চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সিংড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এ সময় আগুন নেভাতে গিয়ে নৈশপ্রহরী আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে অ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি পরিবেশবান্ধব অটো গাড়ি পুড়ে যায়। 

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের গাড়িচালক রমিজুল ইসলাম বলেন, ‘ভোররাতে শুনি আমাদের গ্যারেজে আগুন লেগেছে। আমি বাড়ি থেকে ছুটে এসে দেখি মেয়রেরসহ সব গাড়ি পুড়ে গেছে।’ 

সিংড়া ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমন আলী জানান, ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার গাড়িসহ ‘চলো’র ১১টি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হলো। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে।’ 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, তা স্পষ্ট নয়। তবে গ্যারেজটিতে অটোগুলো চার্জ করা হতো বলে জেনেছি। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত