Ajker Patrika

দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকি রামেকে

রাজশাহী প্রতিনিধি
দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকি রামেকে

দেশের সবচেয়ে বড় মেডিকেল অক্সিজেনের ট্যাংকটি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। রোগীদের যেন অক্সিজেন সংকট না হয় সে জন্য এখানে স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটারের নতুন ট্যাংক। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশের আর কোনো হাসপাতালে এত বড় অক্সিজেন ট্যাংক নেই। তিনি বলেন, রামেক হাসপাতালে আগে ১০ হাজার লিটারের মেডিকেল অক্সিজেন ট্যাংক ছিল। করোনাকালে অক্সিজেনের প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন। আর তাই ১০ হাজার লিটারের জায়গায় স্থাপন করা হয়েছে ৩০ হাজার লিটার ধারণক্ষমতার অক্সিজেন ট্যাংক।

হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘করোনা সংকটে সব সময় একটি অক্সিজেন ট্যাংকার ট্রাক হাসপাতালের পাশেই অপেক্ষা করত। কিন্তু তাও একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। রোগীর মৃত্যু হলে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে মামলার হুমকি দিয়েছিলাম। শেষপর্যন্ত অক্সিজেন এলেও আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম। এখন আমাদের সে রকম দুশ্চিন্তায় পড়তে হবে না। দেশের কোনো হাসপাতালে এত বড় ট্যাংক আর নেই।’

উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে শয্যা সংখ্যা ১ হাজার ২০০। তবে রোগী থাকেন তার চেয়েও বেশি। রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগী আসেন এখানে। করোনাকালে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা হয়েছে। চিকিৎসা সেবায় ২০২১ সালে দেশের সেরা তিনটি হাসপাতালের একটি হয়েছে এই হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী এ পুরস্কার দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত