Ajker Patrika

সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু, আহত ১ 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১: ০৮
সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু, আহত ১ 

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। আজ রোববার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছি সড়কের কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আওয়ামী লীগ নেতার নাম জহুরুল ইসলাম স্বাধীন (৫০)। তিনি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। জহুরুল ইসলাম উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে। 

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ (৪০)। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছেন। পলাশ চাংলা গ্ৰামের মিজানুর রহমানের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সকালেই বদলগাছী থেকে নওগাঁ সদরে মোটরসাইকেলে এসে সেই সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পরে চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন পলাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সকালে তাঁরা নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকার নিচে পড়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জহুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের বড় শূন্যতা তৈরি হয়ে গেল।’ 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত