Ajker Patrika

শিবগঞ্জে অস্ত্রসহ আটক ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে অস্ত্রসহ আটক ১ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি অস্ত্রসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার গভীর রাতে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে অভিযান চালিয়ে র‍্যাবে সদস্যরা মো. আপেল (২১) নামে ওই যুবককে আটক করে। তাঁর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিগনর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র‍্যাবের একটি দল সোমবার রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা মোড়ের আব্দুল্লাহ মার্কেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানিয়েছেন, আপেলকে দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত