লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী। তিনি বলেন, ‘গোলাগুলির ঘটনাটি স্থানীয়দের কাছে থেকে শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে লাল রঙের একটি স্পিডবোট নিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি তীরে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। লাল রঙের স্পিডবোট থেকে অজ্ঞাতনামা ব্যক্তি নদীর তীরে নামতেই সাদা রঙের আরেকটি স্পিডবোটে চার-পাঁচজনের একটি দল এসে তাঁদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় তীরে থাকা উভয় ব্যক্তি দৌড়ে গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যান। সাদা রঙের স্পিডবোটের সদস্যরাও লাল স্পিডবোটটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।’
মমিনুজ্জামান আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কী নিয়ে এই গুলির ঘটনা এবং কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত পাঁচ মাসে লালপুরে পাঁচটি গুলির ঘটনা ঘটেছে। ১২ জুলাই উপজেলার পদ্মার চরে দিয়ার বাহাদুরপুর এলাকায় কাকন বাহিনীর গুলির ঘটনায় সোহান হোসেন নামের এক রাখাল আহত হন। ২০ মে একটি আশ্রমে প্রকাশ্যে গুলি ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। ১৮ এপ্রিল বিলমাড়িয়া গ্রামে মাদকের পাওনা টাকা নিয়ে গোলাম কিবরিয়া নামের এক মাদকসেবীকে মারধর ও প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়ে মাদক কারবারি মনি সরদার।
গত ৩১ মার্চ বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুলির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ৬ মার্চ ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা।
ওসি মমিনুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী। তিনি বলেন, ‘গোলাগুলির ঘটনাটি স্থানীয়দের কাছে থেকে শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে লাল রঙের একটি স্পিডবোট নিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি তীরে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। লাল রঙের স্পিডবোট থেকে অজ্ঞাতনামা ব্যক্তি নদীর তীরে নামতেই সাদা রঙের আরেকটি স্পিডবোটে চার-পাঁচজনের একটি দল এসে তাঁদের লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় তীরে থাকা উভয় ব্যক্তি দৌড়ে গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যান। সাদা রঙের স্পিডবোটের সদস্যরাও লাল স্পিডবোটটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।’
মমিনুজ্জামান আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কী নিয়ে এই গুলির ঘটনা এবং কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত পাঁচ মাসে লালপুরে পাঁচটি গুলির ঘটনা ঘটেছে। ১২ জুলাই উপজেলার পদ্মার চরে দিয়ার বাহাদুরপুর এলাকায় কাকন বাহিনীর গুলির ঘটনায় সোহান হোসেন নামের এক রাখাল আহত হন। ২০ মে একটি আশ্রমে প্রকাশ্যে গুলি ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। ১৮ এপ্রিল বিলমাড়িয়া গ্রামে মাদকের পাওনা টাকা নিয়ে গোলাম কিবরিয়া নামের এক মাদকসেবীকে মারধর ও প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়ে মাদক কারবারি মনি সরদার।
গত ৩১ মার্চ বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুলির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ৬ মার্চ ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা।
ওসি মমিনুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে