Ajker Patrika

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রাটি বের করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গণপদযাত্রা নিয়ে রাজশাহী নগরীর তালাইমারী মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন।

প্রায় আট-নয় কিলোমিটার পথ হেঁটে শিক্ষার্থীরা সেখানে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে চান। তখন পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য অনুরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাকক্ষে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি রোববারের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এই আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রূপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীরা যেন বিরত থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত