Ajker Patrika

শেরপুরে বাসচাপায় পাঁচজন নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে বাসচাপায় পাঁচজন নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক

বগুড়ার শেরপুর উপজেলায় বাস চাপায় সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনায় বাসচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা যায়, গত ২৬ জানুয়ারি শেরপুরের মির্জাপুর থেকে যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত থ্রি-হুইলার উপজেলার ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজিটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন যাত্রী নিহত হন। 

পরবর্তীতে নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাতনামা হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার র‍্যাব-১২ এর কাছে ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য একটি লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে রাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলা ও অভিযোগের প্রেক্ষিতে সদর কোম্পানির একটি চৌকস অভিযানকারী দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জের সলঙ্গার একতা হোটেলের সামনে থেকে বাসচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত