বগুড়া প্রতিনিধি
ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’
ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে