বগুড়া প্রতিনিধি
ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’
ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে