Ajker Patrika

নওগাঁয় এসপির বডিগার্ড সেজে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি
গ্রেপ্তার সাগর। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার সাগর। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে সাগর ওরফে রিমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার। এর আগে গতকাল বুধবার রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। সর্বশেষ ২০ মার্চ সে নিজেকে নওগাঁর পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে জেলা ধান-চাল আড়তদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭ হাজার ১৪০ টাকা নেয়। বিষয়টি জানার পর পুলিশ তাকে ধরতে মাঠে নামে। বিকাশ লেনদেনের সূত্র ধরে তদন্ত চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তার সাগর শুধু পুলিশ পরিচয়ে নয়, বিভিন্ন সময় নিজেকে পরিবেশ অধিদপ্তর বা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত