Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন কোনো দিন সফল হবে না: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫: ৩৯
তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন কোনো দিন সফল হবে না: খাদ্যমন্ত্রী

দেশে কোনো পরিবার ঠিকানাহীন থাকবে না বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতগুলো পরিবারকে বিনা মূল্যে বাড়ি দেওয়ার নজির নেই কোনো দেশে। তবু একটি মহল চক্রান্ত করে যাচ্ছে সরকার উৎখাতের জন্য। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে না। প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যের সংকট নেই। সরকারি ভর্তুকির মাধ্যমে দেশের ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছে। ৫০ লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছে। তিনি সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর উদ্বোধন করেন।

নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রমুখ।

উপজেলায় প্রথম থেকে তৃতীয় ধাপে ২০৬টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং চতুর্থ ধাপে ৭৭টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত