Ajker Patrika

নাটোর আইনজীবী সমিতিতে আ.লীগ প্যানেলের জয়

নাটোর প্রতিনিধি
নাটোর আইনজীবী সমিতিতে আ.লীগ প্যানেলের জয়

নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের বিরুদ্ধে জয়লাভ করেছে।

নির্বাচনে সভাপতি পদে আবু আহসান টগর ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী খান আলী আসগর পেয়েছেন ১০০ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক শেখ ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী শরীফুল ইসলাম মুক্তা পেয়েছেন ১১৬ ভোট। 

গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান কবির। 

অন্যান্য পদে আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি পদে প্রদীপ কুমার চৌধুরী পেয়েছেন ১৪৫ ভোট, আখতার হোসেন পেয়েছেন ১৩৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী কাজী তাজউদ্দিন আহম্মেদ গোলাপ পেয়েছেন ১৪৬ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী শরিফুল ইসলাম ইমন পেয়েছেন ১৪৪ ভোট। পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিরীক্ষণ সম্পাদক পদে মো. রকিবুল ইসলাম ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। 

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী বাকি বিল্লাহ পেয়েছেন ১৯২ ভোট। আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুফি মো. মমতাজ রায়হান (সিনা) ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া মহিলা সম্পাদিকা পদে আরজুমান্দ বানু পুস্প পেয়েছেন ১৫১ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত