রিমন রহমান, রাজশাহী
একে একে রাজশাহীর প্রায় সব পুরোনো স্থাপনাই ভেঙে ফেলা হচ্ছে। এবার হাতুড়ির আঘাত পড়ছে লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি শতবর্ষী ভবনে। দোতলা এ ভবনটির ওপরের তলা এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। এখন নিচতলার ছাদ ভাঙার কাজ চলছে।
স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, প্রাচীন স্থাপত্যশৈলীর এ ভবনটি একটি বাড়ি ছিল। বাড়ির মালিক ছিলেন জোতদার মনি বাবু। দেশভাগের পর মনি বাবু ও তাঁর ভাই দেবল বাবু সপরিবারে ভারতে চলে যান। ১৯৬০ সালে মনি বাবুর বাড়িটি স্কুল হয়।
এরপর শুধু দোতলা ওই ভবনেই পাঠদান চলত। ১৯৯৩ সালে ওই বাড়ির পাশে থাকা আরও জমিতে নতুন ভবন ওঠে। এরপর আরও কয়েকটি স্কুলের ভবন করা হয়েছে মনি বাবুর রেখে যাওয়া জমিতে। এখন ছয়তলা নতুন ভবন করতে মনি বাবুর স্মৃতি চিহ্নটুকু বিলীন করে দেওয়া হচ্ছে। এ নিয়ে স্কুলের শিক্ষকদের মাঝেই ক্ষোভ দেখা দিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, ‘ভবনটার বয়স ১০০ বছরেরও বেশি। শুনেছি, মনি বাবু নামে একজন ব্যsক্তির বাড়ি ছিল এটা। এখন বর্ষায় পানি চুঁইয়ে পড়ে। ২০১১ সালে আমি এখানে এসেছি, নিচতলায় আমার অফিস থাকলেও ভেঙে পড়ার ভয়ে কোনো দিন দোতলায় উঠিনি। এখন নতুন ভবন করার জন্য ভাঙতে হচ্ছে।’
বুধবার সকালে এই স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের পাশেই এই ভবনটি ভাঙার কাজ করছেন কয়েকজন শ্রমিক। বড় হাতুড়ি আর শাবলের আঘাতে আঘাতে ভাঙা হচ্ছে ছাদ। সুরকি আর ইটের মোটা দেওয়ালের ওপরের ছাদের ভেতর থেকে বেরিয়ে আসছে লোহার স্লিপার। দোতলাটি এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে।
নিচতলায় ঢুকে দেখা গেল, ছয় দরজার দৃষ্টিনন্দন বারান্দাটি পার হয়ে ভেতরে ঢুকলেই একটা বড় ঘর। এর ডানদিকে একটা ছোট ঘর। বামে আরও দুটি ঘর এবং একটি শৌচাগার। এই জায়গাটি থেকে একটু সামনে এগোলে দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির দুপাশে আরও দুটি বড় ঘর। সিঁড়ির সামনে পেছনের দিকে চার দরজার লম্বা বারান্দা। ভেতরের ঘরগুলোর একটি থেকে আরেকটিতে যাওয়ার জন্য রয়েছে দরজা।
নিচতলার ঘরের একটা দেয়ালে এখনো ক্যালেন্ডার ঝুলছে। প্রধান শিক্ষকের কক্ষটির দরজার সামনে ঝুলছে নামফলকও। একজন শিক্ষক জানালেন, ভবন ভাঙার কাজ শুরু করার পর নিচতলার আসবাবপত্র সরানো হয়েছে। ১০ দিন আগে হঠাৎ করেই তাঁরা দেখছেন, শ্রমিকেরা এসে ভবন ভাঙা শুরু করেছেন।
ভবন ভাঙার কাজ তদারকি করছিলেন ঠিকাদার আসগর আলী। তিনি বলেন, ‘ভবনটা দর্শনীয় ছিল। কিন্তু ঝুঁকিপূর্ণও ছিল। আমি টাকা দিয়ে ভবনের সবকিছু কিনে নিয়েছি।’ প্রধান শিক্ষক জানান, ভবনের মূল্য নির্ধারণ হয়েছিল ৪ লাখ ৮৯ হাজার। তিনি ৫ লাখ টাকায় বিক্রি করেছেন। ঠিকাদার তাঁর শ্রমিক দিয়ে ভেঙে সবকিছু নিয়ে যাবেন।
এ ধরনের একটা পুরোনো ভবন ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহবুব সিদ্দিকী। তিনি রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণা করেন। মাহবুব সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশ বলেই এত পুরোনো ভবনটা ভেঙে ফেলা হলো। অন্য দেশ হলে এটা সংস্কার হতো, বছরের পর বছর এটা টিকে থাকত। প্রত্নতত্ত্ব বিভাগ চাইলেই এটাকে সংরক্ষণের উদ্যোগ নিতে পারত।’
স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর জানান, এ বিষয়ে তিনি কখনো প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলেননি। তবে এই জায়গায় নতুন ভবন করার সিদ্ধান্ত হলে শতবর্ষী ভবনটার বিষয়ে তিনি জেলা প্রশাসক আবদুল জলিলকে জানিয়েছিলেন। জেলা প্রশাসক বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নিবে সেভাবে কাজ করা যাবে। তারপর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।
জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘শতবর্ষী কোন ভবনের সঙ্গে যদি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে থাকে তাহলে সেটি বিবেচনা করা হতো। আর কোন ভবন যদি প্রত্নতত্ত্ব বিভাগের গেজেটভুক্ত হয়, তাহলে সেটা ভাঙা যায় না। এটার ক্ষেত্রে এমন কিছু নেই। সে কারণে ম্যানেজিং কমিটির ওপরেই সবকিছু ছেড়ে দেওয়া হয়।’
শতবর্ষী এ ধরনের ভবন ভেঙে ফেলার খবর শুনেই অবাক হন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। তিনি বলেন, ‘এ রকম শতবর্ষী ভবনের কথা তো আমাদের জানানোই হয়নি। জানলে আমরা সংরক্ষণ করতাম। তাও এখনই আমি একজন কর্মকর্তা পাঠাচ্ছি। সংরক্ষণের মতো হলে ব্যবস্থা নেওয়া হবে।’
একে একে রাজশাহীর প্রায় সব পুরোনো স্থাপনাই ভেঙে ফেলা হচ্ছে। এবার হাতুড়ির আঘাত পড়ছে লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি শতবর্ষী ভবনে। দোতলা এ ভবনটির ওপরের তলা এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। এখন নিচতলার ছাদ ভাঙার কাজ চলছে।
স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, প্রাচীন স্থাপত্যশৈলীর এ ভবনটি একটি বাড়ি ছিল। বাড়ির মালিক ছিলেন জোতদার মনি বাবু। দেশভাগের পর মনি বাবু ও তাঁর ভাই দেবল বাবু সপরিবারে ভারতে চলে যান। ১৯৬০ সালে মনি বাবুর বাড়িটি স্কুল হয়।
এরপর শুধু দোতলা ওই ভবনেই পাঠদান চলত। ১৯৯৩ সালে ওই বাড়ির পাশে থাকা আরও জমিতে নতুন ভবন ওঠে। এরপর আরও কয়েকটি স্কুলের ভবন করা হয়েছে মনি বাবুর রেখে যাওয়া জমিতে। এখন ছয়তলা নতুন ভবন করতে মনি বাবুর স্মৃতি চিহ্নটুকু বিলীন করে দেওয়া হচ্ছে। এ নিয়ে স্কুলের শিক্ষকদের মাঝেই ক্ষোভ দেখা দিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, ‘ভবনটার বয়স ১০০ বছরেরও বেশি। শুনেছি, মনি বাবু নামে একজন ব্যsক্তির বাড়ি ছিল এটা। এখন বর্ষায় পানি চুঁইয়ে পড়ে। ২০১১ সালে আমি এখানে এসেছি, নিচতলায় আমার অফিস থাকলেও ভেঙে পড়ার ভয়ে কোনো দিন দোতলায় উঠিনি। এখন নতুন ভবন করার জন্য ভাঙতে হচ্ছে।’
বুধবার সকালে এই স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের পাশেই এই ভবনটি ভাঙার কাজ করছেন কয়েকজন শ্রমিক। বড় হাতুড়ি আর শাবলের আঘাতে আঘাতে ভাঙা হচ্ছে ছাদ। সুরকি আর ইটের মোটা দেওয়ালের ওপরের ছাদের ভেতর থেকে বেরিয়ে আসছে লোহার স্লিপার। দোতলাটি এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে।
নিচতলায় ঢুকে দেখা গেল, ছয় দরজার দৃষ্টিনন্দন বারান্দাটি পার হয়ে ভেতরে ঢুকলেই একটা বড় ঘর। এর ডানদিকে একটা ছোট ঘর। বামে আরও দুটি ঘর এবং একটি শৌচাগার। এই জায়গাটি থেকে একটু সামনে এগোলে দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির দুপাশে আরও দুটি বড় ঘর। সিঁড়ির সামনে পেছনের দিকে চার দরজার লম্বা বারান্দা। ভেতরের ঘরগুলোর একটি থেকে আরেকটিতে যাওয়ার জন্য রয়েছে দরজা।
নিচতলার ঘরের একটা দেয়ালে এখনো ক্যালেন্ডার ঝুলছে। প্রধান শিক্ষকের কক্ষটির দরজার সামনে ঝুলছে নামফলকও। একজন শিক্ষক জানালেন, ভবন ভাঙার কাজ শুরু করার পর নিচতলার আসবাবপত্র সরানো হয়েছে। ১০ দিন আগে হঠাৎ করেই তাঁরা দেখছেন, শ্রমিকেরা এসে ভবন ভাঙা শুরু করেছেন।
ভবন ভাঙার কাজ তদারকি করছিলেন ঠিকাদার আসগর আলী। তিনি বলেন, ‘ভবনটা দর্শনীয় ছিল। কিন্তু ঝুঁকিপূর্ণও ছিল। আমি টাকা দিয়ে ভবনের সবকিছু কিনে নিয়েছি।’ প্রধান শিক্ষক জানান, ভবনের মূল্য নির্ধারণ হয়েছিল ৪ লাখ ৮৯ হাজার। তিনি ৫ লাখ টাকায় বিক্রি করেছেন। ঠিকাদার তাঁর শ্রমিক দিয়ে ভেঙে সবকিছু নিয়ে যাবেন।
এ ধরনের একটা পুরোনো ভবন ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহবুব সিদ্দিকী। তিনি রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণা করেন। মাহবুব সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশ বলেই এত পুরোনো ভবনটা ভেঙে ফেলা হলো। অন্য দেশ হলে এটা সংস্কার হতো, বছরের পর বছর এটা টিকে থাকত। প্রত্নতত্ত্ব বিভাগ চাইলেই এটাকে সংরক্ষণের উদ্যোগ নিতে পারত।’
স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর জানান, এ বিষয়ে তিনি কখনো প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলেননি। তবে এই জায়গায় নতুন ভবন করার সিদ্ধান্ত হলে শতবর্ষী ভবনটার বিষয়ে তিনি জেলা প্রশাসক আবদুল জলিলকে জানিয়েছিলেন। জেলা প্রশাসক বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নিবে সেভাবে কাজ করা যাবে। তারপর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।
জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘শতবর্ষী কোন ভবনের সঙ্গে যদি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে থাকে তাহলে সেটি বিবেচনা করা হতো। আর কোন ভবন যদি প্রত্নতত্ত্ব বিভাগের গেজেটভুক্ত হয়, তাহলে সেটা ভাঙা যায় না। এটার ক্ষেত্রে এমন কিছু নেই। সে কারণে ম্যানেজিং কমিটির ওপরেই সবকিছু ছেড়ে দেওয়া হয়।’
শতবর্ষী এ ধরনের ভবন ভেঙে ফেলার খবর শুনেই অবাক হন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। তিনি বলেন, ‘এ রকম শতবর্ষী ভবনের কথা তো আমাদের জানানোই হয়নি। জানলে আমরা সংরক্ষণ করতাম। তাও এখনই আমি একজন কর্মকর্তা পাঠাচ্ছি। সংরক্ষণের মতো হলে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৫ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে