Ajker Patrika

ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনায় ঈশ্বরদী আ.লীগের সম্পাদক মিন্টু কারাগারে। ছবি: আজকের পত্রিকা
পাবনায় ঈশ্বরদী আ.লীগের সম্পাদক মিন্টু কারাগারে। ছবি: আজকের পত্রিকা

ছাত্র–জনতার ওপর হামলা মামলায় পাবনার ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে জেলা আমলি আদালত–২ এ হাজির করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা। তিনি ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। তবে ঈশ্বরদী থানা-পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে আসে। রাতেই তাকে ঈশ্বরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহার নামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু’টি মামলার তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত