নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমান। এ সময় তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান।
আজ বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
ঈগল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়ী হয়েছি। আর নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন, যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবায়দুর বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তারা কক্ষের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে নিজেরা ভোট দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। তাহলে জনগণের রায় বেরিয়ে আসবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘নৌকার সমর্থকেরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেটা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন। দয়া করে আমার ওপর আস্থা রাখা জনগণকে রক্ষা করুন।’
এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, রাহেনুল হক ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটে কোনো ধরনের কারচুপির প্রশ্নই ওঠে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
ভোটে কারচুপির বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমান। এ সময় তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান।
আজ বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
ঈগল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়ী হয়েছি। আর নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন, যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ওবায়দুর বলেন, ‘প্রিসাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তারা কক্ষের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে নিজেরা ভোট দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। তাহলে জনগণের রায় বেরিয়ে আসবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘নৌকার সমর্থকেরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করছে, প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেটা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন অথবা আমাকে সাজা দিন। দয়া করে আমার ওপর আস্থা রাখা জনগণকে রক্ষা করুন।’
এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, রাহেনুল হক ভোটে কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটে কোনো ধরনের কারচুপির প্রশ্নই ওঠে না, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে