Ajker Patrika

বড়াইগ্রামে ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩: ০৭
বড়াইগ্রামে ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার খলিফার ছেলে। তিনি উপজেলার বিভিন্ন হাটে শীতের কাপড় বিক্রি করতেন।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় (২২) ও সমেদ আলী শেখের ছেলে এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক হেকমত আলী শেখ (৬১)।

আহত অটোভ্যানের চালক হেকমত আলী বলেন, ‘আমরা উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি করে বাড়ি ফেরার পথে কয়েন বাজার এলাকায় পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে আমিসহ তিনজন আহত হই। আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত