Ajker Patrika

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। সভা শেষে গণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব বরাবর পাঠানো হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বারইপাড়া গ্রামবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টুসহ গ্রামের একাধিক বাসিন্দা। 

পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফুল ইসলামের বাড়ি বারইপাড়া গ্রামে। আইন মন্ত্রণালয়ের চাকরির সুবাদে তিনি ঘুষ বাণিজ্য, দুর্নীতি, জুলুম, ভূমি দখল, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করে আসছেন। এসব অনিয়ম করে তিনি রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। 

চেয়ারম্যান বলেন, অভিযুক্ত আরিফুলের নানা অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ। ফলে তাঁরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। 

অভিযোগের বিষয়ে বিষয়ে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। সরেজমিন তদন্ত কররে সঠিক তথ্য বের হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত