Ajker Patrika

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য করায় আটক শিক্ষক

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২০: ৩০
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য করায় আটক শিক্ষক

নাটোরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে কলেজে উপস্থিত হয়ে ওই ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করলে ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

অভিযুক্ত সেলিম রেজা (৩৭) নবাব সিরাজ-উদ্-দৌলা (এনএস) সরকারি কলেজের শিক্ষক। তিনি বাংলা বিভাগের প্রভাষক। সেলিম রেজার মোবাইল ফোন থেকে ওই ছাত্রীকে পাঠানো আপত্তিকর লিখিত কথোপকথন পাওয়া গেছে।

লিখিত অভিযোগে জানানো হয়, অভিযুক্ত শিক্ষক সেলিম রেজা কলেজের অদূরে একটি বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়াতেন। তিন মাস আগে ভুক্তভোগী ওই ছাত্রী সেখানে পড়ার সময় সেলিম রেজা তাকে কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় ক্লাসের পরীক্ষায় অকৃতকার্য করার হুমকিও দেন। সম্প্রতি প্রকাশিত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে অকৃতকার্য হন ওই ছাত্রী। এ নিয়ে সেলিম রেজার সঙ্গে ওই ছাত্রী দেখা করলে তাকে বাসায় ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন তিনি।

গতকাল রোববার প্রাইভেট কোচিংয়ে দেখা করতে গেলে সেলিম রেজা তাকে আবারও কুপ্রস্তাব দেন ও শ্লীলতাহানি করেন। এতে দ্রুত ওই ছাত্রী কোচিং ত্যাগ করে চলে আসে। আজ সোমবার সকালে লিখিত অভিযোগ নিয়ে কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন তা গ্রহণ করেন। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সেলিম রেজাকে তাদের হাতে তুলে দিতে বলে। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেনাবাহিনীর সদস্যদের জানান। পরে সেনাবাহিনী এসে তাঁকে হেফাজতে নেয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে লিখিত অভিযোগটি নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করা হবে। আপাতত তাঁকে সেনা হেফাজতে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার জানান, বিষয়টি সেনাবাহিনী দেখছে। তবে ভুক্তভোগী ছাত্রী থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত