Ajker Patrika

শিক্ষার্থীর পায়ে গুলি করা শিক্ষক রায়হান শরীফের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১: ০১
শিক্ষার্থীর পায়ে গুলি করা শিক্ষক রায়হান শরীফের জামিন নামঞ্জুর

শিক্ষার্থীর পায়ে গুলি করা সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রায়হান শরীফের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মু. শওকত আলী সেলিম। একই সময় তাঁর রিমান্ডের শুনানি হয়।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের মঞ্জুর করেন। বিকেলে আদালত থেকে শিক্ষক রায়হান শরীফকে রিমান্ডের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম। 

সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, শিক্ষক রায়হান শরীফের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে রায়হান শরীফকে রিমান্ডে নিয়ে যায় ডিবি পুলিশ। 

রায়হান শরীফের আইনজীবী মু. শওকত আলী সেলিম বলেন, ‘ডিবি পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছি। আর আসামির জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে জামিনের জন্য আমরা জেলা জজ আদালতে আবেদন করব। সেখানেও জামিন না পেলে উচ্চ আদালতে যাব।’

৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে ডিবি পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। 

এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এই ব্যাগের ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়। 

এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন। আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

অপর দিকে শিক্ষক রায়হান শরীফকে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করায় ৬ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ শাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত