Ajker Patrika

রাজশাহীর শিশু পুনর্বাসন কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর শিশু পুনর্বাসন কেন্দ্র স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর শিশু পুনর্বাসন কেন্দ্র স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র নাটোরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হয়েছে। ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ ও দুস্থ শিশুদের অভিভাবক’-এর ব্যানারে আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।

কর্মসূচিতে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে তাঁর অপসারণও দাবি করেন বক্তারা।

তাঁরা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহর থেকে কোনো প্রতিষ্ঠান স্থানান্তর করতে দেওয়া হবে না। এর আগে রেলওয়ে স্টেশন, টিভি সেন্টার, পোস্টাল একাডেমিসহ আরও কিছু প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে অন্য জেলায় নেওয়ার পাঁয়তারা করা হয়েছিল। সে সময়ে রাজশাহীর মানুষ তা রুখে দিয়েছিল। এবারও তাই করা হবে।

সমাজসেবক ওয়ালিউল হক বাবু এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু, অভিভাবক শিরিলা হেমব্রম ও রোজিবা বেগম। মানববন্ধন পরিচালনা করেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহীন আলী।

সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, ‘নাটোরে আমাদের নিজস্ব জায়গা আছে। সেখানে ভবন করা হবে। রাজশাহীতে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা ভবন ভাড়া লাগছে। রাজশাহীতে যদি পরবর্তীতে জায়গার ব্যবস্থা হয়, সে ক্ষেত্রে এখানেও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র করা হবে।’

উল্লেখ্য, পথশিশুসহ ঝুঁকিপূর্ণ ও নির্যাতিত শিশুদের নানা হয়রানি থেকে সুরক্ষা দিতে রাজশাহীতে একটি ভবন ভাড়া নিয়ে সমন্বিত শিশু সুরক্ষা কেন্দ্র চালু করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক’ প্রকল্পের আওতায় ২০১২ সালের নভেম্বরে কেন্দ্রটি চালু করা হয়। বর্তমানে প্রায় ১৪০ জন সুবিধাবঞ্চিত শিশু আছে এখানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত