নওগাঁ প্রতিনিধি
চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর দাবিতে নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকালে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হতো। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান–সংবলিত প্লাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক সোহেল রানা বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বাজারে টিকে থাকা কঠিন। ওএমএস থেকে চাল-আটা কিনে কোনোভাবে দিন কাটত। কিন্তু এখন সেটা বন্ধ। পেটের ক্ষুধায় আমাদের এখানে আসতে হয়েছে।
ইঁদুর বটতলী এলাকার মানোয়ারা বেগম বলেন, ‘বৃদ্ধ বয়সে ফল বিক্রি করে যে আয় করি, তা দিয়ে বাজারের চাল কেনা সম্ভব নয়। ওএমএস বন্ধ থাকায় আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বিক্ষোভকারীদের দাবি জেলা ওএমএস কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করার কারণে বেশির ভাগ ওএমএস কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রগুলো আবার চালু করা হবে।
বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর দাবিতে নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকালে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হতো। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান–সংবলিত প্লাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক সোহেল রানা বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বাজারে টিকে থাকা কঠিন। ওএমএস থেকে চাল-আটা কিনে কোনোভাবে দিন কাটত। কিন্তু এখন সেটা বন্ধ। পেটের ক্ষুধায় আমাদের এখানে আসতে হয়েছে।
ইঁদুর বটতলী এলাকার মানোয়ারা বেগম বলেন, ‘বৃদ্ধ বয়সে ফল বিক্রি করে যে আয় করি, তা দিয়ে বাজারের চাল কেনা সম্ভব নয়। ওএমএস বন্ধ থাকায় আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বিক্ষোভকারীদের দাবি জেলা ওএমএস কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করার কারণে বেশির ভাগ ওএমএস কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রগুলো আবার চালু করা হবে।
বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছর বরগুনায় আট হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কের সংখ্যা তুলনামূলক বেশি।
২০ মিনিট আগেপুলিশ বলছে, গ্রেপ্তার সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি স্বাভাবিকভাবে আত্মীয়স্বজনদের সঙ্গে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গল থেকে খুঁজে বের করে দেন। আজ রোববার বিকেলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান...
৩৭ মিনিট আগেসাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশিকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৩৯ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে