Ajker Patrika

বগুড়ায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, মালামাল লুট

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, মালামাল লুট

বগুড়া শহরতলির সাবগ্রামে এক বাড়িতে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের গয়না মুখোশ পরা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সাবগ্রাম হিন্দুপাড়ায় বাসুদেব সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাসুদেব সরকার, বগুড়ায় সানোয়ারা গ্রুপে হিসাব কর্মকর্তা পদে কর্মরত। তাঁর স্ত্রী কবরী রানী বগুড়া সদরের সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্কুলশিক্ষক কবরী রানী আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে বাসার এক কক্ষে তাঁর দুই সন্তান ঘুমাচ্ছিল। স্বামী-স্ত্রী অন্য কক্ষে টেলিভিশন দেখছিলেন। এমন সময় মুখোশ পরা একজন দুর্বৃত্ত ছাদের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্ত পিস্তল বের করে স্বামী-স্ত্রীকে জিম্মি করে। এরপর দুইটি মোবাইল ফোন, এক ভরি ওজনের স্বর্ণের গয়না, নগদ পাঁচ হাজার টাকা লুট করে নেয়।

কবরী রানী আরও বলেন, একজন বাসার ভেতরে ঢুকলেও ছাদে আরও ৩-৪ মুখোশ পরা দুর্বৃত্ত অবস্থান করছিল। অস্ত্রের মুখে বাসুদেব সরকারকে জিম্মি করে বাড়ির মূল ফটক দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন বের হয়ে ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে হেরোইনসেবীরা এই কাজ করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত