Ajker Patrika

বগুড়ায় ‘আদিবাসী পরিষদের’ মিছিল ও সমাবেশ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০: ১৩
বগুড়ায় ‘আদিবাসী পরিষদের’ মিছিল ও সমাবেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনপদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতসহ সারা দেশে নির্যাতন এবং তাদের ভূমি দখলের প্রতিবাদে বগুড়ায় মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বগুড়া জেলার সভাপতি সন্তোষ কুমার সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। 

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন ও শিক্ষা-সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বগুড়ায় আদিবাসীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ভূমি অধিকার নিশ্চিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের বসতবাড়ি ও ফসলি জমি জোরপূর্বক জবরদখল বন্ধ করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক রাশেকুজ্জামান রতন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সুবাশ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র, বগুড়া জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, নাটোর জেলার সভাপতি প্রদীপ লাকড়া, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, গাইবান্ধা জেলার সভাপতি সিলিমন, নওগাঁ জেলার সদস্যসচিব মার্কিন মুরমু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত