Ajker Patrika

বিএনপির সমাবেশ সফল করেছে সরকার: দুলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২২: ৩৭
বিএনপির সমাবেশ সফল করেছে সরকার: দুলু

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’ 

রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির সমাবেশ

দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র‍্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’ 

রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত