নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’
দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’
দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে