Ajker Patrika

আইজিএর প্রশিক্ষণ স্থগিত, বিপাকে নারী শিক্ষার্থীরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১: ১১
আইজিএর প্রশিক্ষণ স্থগিত, বিপাকে নারী শিক্ষার্থীরা

জয়পুরহাটের আক্কেলপুরে ‘উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ’ প্রকল্পের আওতায় ১৭তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন চলমান প্রশিক্ষণার্থী নারীরা। গত ৩ অক্টোবর প্রকল্প পরিচালক মো. তরিকুল আলমের স্বাক্ষরিত একটি পত্রে ওই আদেশ দেওয়া হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জিম হোসেন।

হাস্তাবসন্তপুর গ্রামের জয়নব আক্তার বলেন, ‘বিউটিফিকেশনে আগে আমাদের সকালে ২৫ জন বিকেলে ২৫ জন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সেটির সময় পরিবর্তন করে প্রতিদিন টানা ছয় ঘণ্টা করা হয়। তখন বিকেলের ২৫ জনের প্রশিক্ষণ বন্ধ ছিল। যাঁরা সকালে প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের ছয় ঘণ্টা করে পুরো কোর্স শেষ হয়েছে। এরপর আমাদের ছয় ঘণ্টা করে কয়েক দিন প্রশিক্ষণ চলছিল। হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যায়। এতে আমরা খুব বিপাকে পড়েছি। জানি না আদৌ প্রশিক্ষণ হবে কি না।’

প্রকল্পের শিক্ষার্থী বর্ণা আক্তার বলেন, ‘খুব কষ্টে ছয় ঘণ্টা করে প্রশিক্ষণ কোর্স শেষ করেছি। কিন্তু এখন শুনি আমাদের বরাদ্দকৃত টাকা এখন দেবে না। যাঁদের প্রশিক্ষণ বাকি আছে তাঁদের কবে শেষ হবে সেটিও কেউ বলতে পারছেন না। সরকারের এমন সিদ্ধান্তে আমরা হতাশ হয়ে গেছি।’

উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের বিউটিফিকেশনের প্রশিক্ষক পারভীন সিদ্দিকা বলেন, ‘ফ্যাশন ডিজাইনে ৫০ জন ও বিউটি ফিকেশন ট্রেডে ৫০—মোট ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ২৫ জন ফ্যাশন ডিজাইনের ও ২৫ জন বিউটি ফিকেশন ট্রেডের প্রশিক্ষণ শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে। বাকি ২৫ জন ফ্যাশান ডিজাইন ও ২৫ জন বিউটিফিকেশন—মোট মোট ৫০ জনের ৪৫ দিনের প্রশিক্ষণ মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জিম হোসেন বলেন, ‘জুলাই থেকে সেপ্টেম্বর মাসের স্থগিতকৃত ১৭তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অক্টোবর থেকে ডিসেম্বর সেশনে ৬০ কর্মদিবস পূরণের জন্য প্রতিদিন ছয় ঘণ্টা করে প্রশিক্ষণ চলমান ছিল। এর মধ্যে বিউটিফিকেশন ও ফ্যাশান ডিজাইন কোর্সের ৫০ জনের দেড় মাসের প্রশিক্ষণ গত ৩ অক্টোবর মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে একটি চিঠিতে সাময়িক প্রশিক্ষণ স্থগিতের বিষয়টি আমাদের জানানো হয়। যাঁদের প্রশিক্ষণ কোর্স আগে শেষ হয়েছে, তাঁদের বরাদ্দকৃত টাকা বাকি প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে একসঙ্গে দেওয়া হবে। তবে টেইলারিং কোর্সে ভর্তি হওয়া নারীদের প্রশিক্ষণ চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত