Ajker Patrika

সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৫: ১৪
সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারোটিয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নজরুল ইসলাম জনতা ব্যাংক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া শাখার অফিসার ট্রেলার পদে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে বেলকুচি উপজেলার শেরনগর এলাকার সিএনজি অটোচালক আব্দুল জলিল বলেন, ‘সকালে বেলকুচি থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সিরাজগঞ্জের কড্ডার দিকে যাচ্ছিল। সেটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারোটিয়া মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় আমি তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জনতা ব্যাংকের ডিজিএম জাহিদুল হাসলাম বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। সড়ক দুর্ঘটনায় জনতা ব্যাংক বেলকুচি উপজেলার আজুগড়া শাখার নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।’ 

সিরাজগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত