Ajker Patrika

বগুড়া কারাগার থেকে ৩ দিনে ৪৫০ বন্দী মুক্ত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৩: ৪১
বগুড়া কারাগার থেকে ৩ দিনে ৪৫০ বন্দী মুক্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 

আজ  শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’ 

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’ 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত