বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক রাতে ৯টি শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরি হয়েছে। এতে সাড়ে ৩০০ জমির ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে শাহিন সরদার নামের এক কৃষক বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় উপজেলার নগর ইউনিয়নের বড়-পিংগুইন গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন শাহিন সরদার, বাবুল হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, আফসার আলী ও আব্দুল লতিফ।
নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা বলেন, ‘বড়-পিংগুইন গ্রামের নয়জন কৃষকের সেচযন্ত্র চুরির খবর পেয়েছি। তাঁরা ওই যন্ত্র দিয়ে নিজের পাশাপাশি অন্যদের জমিতে সেচ দিতেন। এখন তাঁদের ওই ফসলে সেচ বন্ধ হয়ে গেল। সময়মতো সেচ দিতে না পারলে ফসলের চরম ক্ষতি হবে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে সেচযন্ত্রগুলো উদ্ধার করতে। একই সঙ্গে মাঠে থাকা সেচযন্ত্রগুলো সম্ভব হলে পাহারার ব্যবস্থা করতে।’
কৃষক আবুল হোসেন জানান, শ্যালো মেশিন দিয়ে তাঁরা যুগ যুগ ধরে ফসল আবাদ করে আসছেন। প্রতিদিন বাড়ি থেকে আনা-নেওয়ার সমস্যার কারণে তাঁরা মেশিনগুলো বস্তা দিয়ে ঢেকে বিলেই রেখে আসতেন। এর আগে কখনো এমন চুরি হয়নি। মেশিনগুলোর একেকটির দাম ১০-১৫ হাজার টাকা। চাষাবাদের ভরা মৌসুমে এমন চুরির ঘটনায় দরিদ্র কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
আরেক কৃষক শাহীন আলম বলেন, ‘বৃহস্পতিবার রাতেও আমরা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়েছি। এক রাতের মধ্যেই রাতে ৯টি মেশিন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছি।’
কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, এতে সাড়ে ৩০০ বিঘার জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব জমিতে রসুন, গম, ভুট্টা, চৈতালি ফসল রয়েছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, ‘চোর চক্রকে ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। আশা করি অল্প সময়ের মধ্যেই চোরদের শনাক্ত করা সম্ভব হবে।’
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক রাতে ৯টি শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরি হয়েছে। এতে সাড়ে ৩০০ জমির ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে শাহিন সরদার নামের এক কৃষক বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় উপজেলার নগর ইউনিয়নের বড়-পিংগুইন গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন শাহিন সরদার, বাবুল হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, আফসার আলী ও আব্দুল লতিফ।
নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা বলেন, ‘বড়-পিংগুইন গ্রামের নয়জন কৃষকের সেচযন্ত্র চুরির খবর পেয়েছি। তাঁরা ওই যন্ত্র দিয়ে নিজের পাশাপাশি অন্যদের জমিতে সেচ দিতেন। এখন তাঁদের ওই ফসলে সেচ বন্ধ হয়ে গেল। সময়মতো সেচ দিতে না পারলে ফসলের চরম ক্ষতি হবে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে সেচযন্ত্রগুলো উদ্ধার করতে। একই সঙ্গে মাঠে থাকা সেচযন্ত্রগুলো সম্ভব হলে পাহারার ব্যবস্থা করতে।’
কৃষক আবুল হোসেন জানান, শ্যালো মেশিন দিয়ে তাঁরা যুগ যুগ ধরে ফসল আবাদ করে আসছেন। প্রতিদিন বাড়ি থেকে আনা-নেওয়ার সমস্যার কারণে তাঁরা মেশিনগুলো বস্তা দিয়ে ঢেকে বিলেই রেখে আসতেন। এর আগে কখনো এমন চুরি হয়নি। মেশিনগুলোর একেকটির দাম ১০-১৫ হাজার টাকা। চাষাবাদের ভরা মৌসুমে এমন চুরির ঘটনায় দরিদ্র কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
আরেক কৃষক শাহীন আলম বলেন, ‘বৃহস্পতিবার রাতেও আমরা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়েছি। এক রাতের মধ্যেই রাতে ৯টি মেশিন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছি।’
কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, এতে সাড়ে ৩০০ বিঘার জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব জমিতে রসুন, গম, ভুট্টা, চৈতালি ফসল রয়েছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, ‘চোর চক্রকে ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। আশা করি অল্প সময়ের মধ্যেই চোরদের শনাক্ত করা সম্ভব হবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৫ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১২ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪২ মিনিট আগে