Ajker Patrika

বগুড়ায় বাসচাপায় যুবক নিহত, বাসে আগুন দিল জনতা 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ১২: ৩২
বগুড়ায় বাসচাপায় যুবক নিহত, বাসে আগুন দিল জনতা 

বগুড়ায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগণ বাস আটক করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে। পুলিশ বাসটি জব্দ এবং চালক ইয়াছিন আলীকে (৪৩) আটক করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত বাদশা মিয়া গোকুল উত্তরপাড়া গ্রামের মৃত অহির উদ্দিনের ছেলে এবং গোকুল এলাকায় মায়ের দোয়া নামের একটি নার্সারির মালিক। 

স্থানীয়রা জানান, গোকুল এলাকায় মহাসড়কের পূর্বপাশে বাদশা মিয়ার নার্সারি। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নার্সারিতে যাওয়ার জন্য পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন চালকসহ বাসটি আটক করে। এরপর চালককে আটকে রেখে বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগেই বাসের যাত্রীদের সঙ্গে সুপারভাইজার ও হেলপার বাস থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন এবং বাস চালককে হেফাজতে নেন। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, স্থানীয়দের হাতে আটক বাসের চালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত বাদশা মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত