Ajker Patrika

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার একটি অভিজাত আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

এর আগে আজ (মঙ্গলবার) বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শ্যামলী হোটেলের ৬০৫ নম্বর কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত তানভীরুল বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ কর্মকর্তা জাহিদুল হক জানান, সোমবার রাতে শ্যামলী হোটেলে ওঠেন তানভীরুল। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়া পাচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। ভেতর থেকে রুমটি আটকানো ছিল। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বিকেলে হোটেলে গিয়ে ওই রুমের দরজা ভেঙে ভেতরে যায় পুলিশ। ওই সময় রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। জানালার পর্দা তাঁর গলায় প্যাঁচানো ছিল।

জাহিদুল হক আরও জানান, হোটেলের কক্ষে তানভীরুল একাই উঠেছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তানভীরুল আত্মহত্যা করেছেন। মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত