Ajker Patrika

বগুড়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১: ২২
বগুড়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ সময় সেখানে কেউ ছিলেন না।

নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন বলেন, চাঁদপুর গ্রামের এই নির্বাচনী ক্যাম্পে রাত ১০টা পর্যন্ত কর্মীরা ছিলেন। তাঁরা চলে যাওয়ার পর কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে নৌকার পোস্টার ও ক্যাম্পের শামিয়ানা পুড়ে যায়। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঞা আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানো কোনো আসবাবপত্র ছিল না। মেঝেতে খড় বিছানো ছিল। আগুনে খড় ও শামিয়ানা পুড়ে গেছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরাও কিছু বলতে পারছেন না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত