Ajker Patrika

৯২ হাজার ইয়াবাসহ ৩ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৫
৯২ হাজার ইয়াবাসহ ৩ কারবারি আটক

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র‍্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।

রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।

মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত