Ajker Patrika

ঘরের বাইরে তালা, ভেতরে মরদেহর মুখের ওপর বালিশ!

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
ঘরের বাইরে তালা, ভেতরে মরদেহর মুখের ওপর বালিশ!

দিনাজপুরের হিলিতে রাজধানীর মোড় এলাকার দুলাল হোসেন (৩৫) নামে একজন ভারতীয় জিরা ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন তালতলী বাজারের পাশে বস্তির একটি তালাবন্ধ ঘর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রেলের জমিতে গড়ে তোলা ফজলুর রহমানের বস্তির একটি ঘরে ভাড়া থাকতেন দুলাল হোসেন। তাঁর সঙ্গে ওই ঘরে মাঝে মধ্যে সম্পর্কে এক ভাতিজা (১৭) থাকতেন। দুলাল প্রতিদিন সকালে তিতুমীর আন্তনগর ট্রেনে উঠে হিলির উদ্দেশ্যে রওনা হতেন আবার রাতে সীমান্ত আন্তনগর ট্রেনে ওই ঘরে এসে থাকতেন। আজ বেলা ১১টার দিকে ওই বস্তির মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দুলালের ওই ঘরের দরজার বাহির থেকে তালা, এবং ভেতরে মরদেহের মুখের ওপরে বালিশ দেখতে পায়।

বস্তির মালিক ফজলুর রহমান বলেন, ‘গত রোববার দুপুরে দুলালের পাশের ঘরে থাকা ভাড়াটিয়া আমাকে জানায় দুলালের ঘরে মারামারির শব্দ শুনতে পেয়েছে। ওই খবর পেয়ে আমি দুলালের ঘরে যেতেই দুলালের ভাতিজা (নাম তিনি জানতেন না) আমাকে জানায় তাঁদের মধ্যে সামান্য মারধরের ঘটনা ঘটেছে, আপনাকে আসতে হবে না। তখন আমি আর ওই ঘরের দিকে যাইনি। আজ বেলা ১১টার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাটি পুলিশকে জানাই।’

নিহত দুলালের সঙ্গে ব্যবসা করতেন পাশের গ্রাম চুড়িপট্টি গ্রামের বাসিন্দা পারুল বেগম। তিনি বলেন, ‘আমার সাথে দুলাল ভারতীয় জিরা ব্যবসা করত। সেই সুবাদে দুলাল আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা নিতে আমি এর আগে এসেছিলাম দুলালের কাছে। আজ সকালে আবারও টাকা নিতে এসে দেখি দুলালের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দুলালের ঘরের দরজার বাইরে তালা ঝোলানো। এরপর ঘরের বাহির দিকের জনালা দিয়ে ভেতরে দেখা যায় দুলালের মরদেহ ফুলে উঠেছে। তাঁর মুখের ওপরে একটি বালিশ রাখা হয়েছে। বিষয়টি গভীর তদন্তের জন্য ঘটনাস্থলে ক্রাইমসিন ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। তাঁরা বিকেল সাড়ে চারটার পর্যন্ত পৌঁছেনি। ওই টিম এলে আমরা ঘরের তালা ভেঙে ওই মরদেহ বের করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত